Kiron MD Manna

Good Days Will Return সুদিন আসিবে ফিরে এই ধরাতে

Everywhere and all-around Relief Work is in effect
চারিদিকে ত্রাণ ওরে ও কৃষাণ
 
Do not be afraid, dear farmer, do not be afraid!
না খেয়ে মরতে হবে না রেখো বিশ্বাস,
 
If needed, have only one meal a day,
প্রয়োজনে এক বেলা কম খেয়ে বাঁচো,
 
But stay at home and be safe.
সতর্ক হয়ে লুকিয়ে থাকো নিজ ঘরেতে
 
Good days will return, just have faith!
সুদিন আসিবে ফিরে এই ধরাতে।
 
In an emergency, if you must step outside,
খুব বেশি প্রয়োজনে গেলে বাহিরে
 
Comeback home as soon as possible.
অতি দ্রুত ফিরে এসো নিজেরই ঘরে।
 
Be safe at home with your dear ones and family,
পরিবার নিয়ে বেঁচে থাকো কোনো মতে
 
Good days will return, just have faith!
সুদিন আসিবে ফিরে এই ধরাতে।
 
If you cannot ensure the safety of your family,
নিজে যদি না পারো দিতে পরিবারের সুরক্ষা
 
How will society protect you and your loved ones?
তবে পাবে কেমন করে বলো এ সমাজ রক্ষা?
 
Do not fear, be brave and march on
ভয় নয়, করো জয় দুর্যোগ সাহসী মোকাবিলাতে
 
Good days will return, just have faith!
সুদিন আসিবে ফিরে এই ধরাতে।
 
Have faith in the supreme power, the creator of all
ভরসা রাখো তারই উপর যিনি দিয়েছে বিপর্যয়
 
He will protect us from this calamity.
মুসকিল সব আসান করিবে তিনিই নিশ্চয়ই।
ঘরে বসে মসগুল থাকো যদি ইবাদতে
সুদিন আসিবে ফিরে এই ধরাতে।
 
Dedicate your time at home in prayers and homages,
Good days will return, just have faith!
হোক যতই মহামারী সহসাই বুদ্ধিমত্তায়
তর্কে জড়িয়ে কেহ দিওনা নির্বোধ পরিচয়।
নিজের দোষ চাপিও না অন্যের ঘাড়েতে
সুদিন আসিবে ফিরে এই ধরাতে।
-
Kiron Mahmud Manna
Born May 1982, Kiron Mahmud Manna arrived in Singapore in 2010 as a construction worker from Basail, Tangail district of Bangladesh. He joined Banglar Kantha-Dibashram Cultural Group in 2018 and writes poems & love stories which are published in the literary pages of Banglar Kantha print & online edition. He is a migrant singer as well as lyricist.
 
কিরণ মাহমুদ মান্না
বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভাসাইলের অধিবাসী কিরণ মাহমুদ মান্না ১৯৮২জন্মগ্রহন করেন। কন্স্ট্রাকশন সেক্টরে প্লামবিং এ প্রশিক্ষণ নিয়ে ২০১০ সালে সিঙ্গাপুরেআসেন। সংস্কৃতিপ্রেমী আর দশজন শ্রমজীবী অভিবাসীর মত কিরণ মাহমুদ মান্নাও সুর ও সঙ্গীতেরটানে ২০১৭ সালে সিঙ্গাপুরে শ্রমজীবী অভিবাসীদের সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলার কণ্ঠ-দিবাশ্রমকালচারাল গ্রুপে অংশগ্রহণ করেন।মূলত তার সংস্কৃতি চর্চার ক্ষেত্র সঙ্গীত ও গান লেখাহলেও কিরণ মাহমুদ একাধারে চলমান বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক কবিতা, গল্প ও প্রবন্ধওলিখেন।

Kiron MD Manna

In partnership with Banglar Kantha, step into the world of the migrant workers through a series of poems that illustrate their experiences in life through their eyes.