Md. Shahidul Islam

Agony বেদনা

Will anyone ever understand my heart’s agony,
তোমরা কি আর বুঝবে আমার মনেরই বেদনা,
O mother, why is my life such an uphill struggle?
জীবনটা যে মাগো আমার শুধুই যাতনা।
 
With so many desired in my heart, I had set off for this land,
অনেক স্বপ্ন নিয়ে বুকে এসেছি বিদেশে,
Now all I have is the memory of your picture, O mother
তোমার ছবি মাগো আমার চোখে শুধু ভাসে।
 
When will I return to you, find solace in your embrace,
কবে যাব তোমার বুকে পাব সান্ত¦না,
 
Will anyone ever understand my heart’s agony?
তোমরা কি আর বুঝবে আমার মনেরই বেদনা।
 
It has been so long since I have seen you, O mother,
অনেক দিন হয় দেখিনা মা তোমার বদনখানি,
 
Your memories always bring tears to my eyes,
তোমার কথা পড়লে মনে, ঝরে চোখে পানি।
 
Every moment the memories increase the pain of separation,
খাইতে নাইতে তোমার স্মৃতি বাড়ায় যন্ত্রণা,
 
Will anyone ever understand my heart’s agony,
তোমরা কি আর বুঝবে আমার মনেরই বেদনা।
 
O mother you are so always patient,
ধৈর্য্যে ভরা মাগো তোমার সোনার দেহখানি,
 
You can bear any pain with a smile
কষ্ট যতই আসুক মাগো তোমার কাছে পানি।
 
Please forgive me mother for my mistakes,
ক্ষমা করো অপরাধ মাগো ধরি কদমখানা,
 
But I wonder, will anyone ever understand my heart’s agony,
তোমরা কি আর বুঝবে আমার মনেরই বেদনা।
 
O mother, do you know how life is a foreigner,
প্রবাস জীবন জানো মাগো কাটে কেমন করে,
 
As if I have nothing in this whole world
আমি যেন সর্বহারা এই পৃথিবীর পরে।
I cannot bear your indifference anymore O mother
তোর ভিন্নতা মাগো আমার আরতো সহেনা,
 
Will anyone ever understand my heart’s agony.
তোমরা কি আর বুঝবে আমার মনেরই বেদনা।
 
Will anyone ever understand my heart’s agony,
তোমরা কি আর বুঝবে আমার মনেরই বেদনা,
 
O mother, why is my life such an uphill struggle?
জীবনটা যে মাগো আমার শুধুই যাতনা।

Written by:

মোহাম্মদ সহিদুল ইসলাম
Md. Shahidul Islam
-
Md. Shahidul Islam
Md. Shahidul Islam is a Bangladeshi expatriate living in Singapore. He was born in Manikganj Zilla, Dhaka, Bangladesh. In 1998, under the National University of Bangladesh, he completed his Masters. He started work as a shipyard computer operator in 2009. He has been associated with Banglar Kantha as a contributor for some time now. He has two published books as well as numerous anthologies published. Currently he works as a Shipyard Project Supervisor at Jurong.
 
মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ সহিদুল ইসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায়জন্ম গ্রহণ করেন। সহিদুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৮ সালে ব্যবস্থাপনাবিষয়ের উপর এম.কম ডিগ্রী গ্রহণ করেন। লেখালেখির প্রতি তার আগ্রহ ছিল ছোটবেলাথেকেই। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ‘আবহমান’ ম্যাগাজিনে সহিদুলের প্রথমলেখা প্রকাশিত হয়। গল্প, কবিতা, প্রবন্ধ এবং উপন্যাস লেখার প্রতি তার আগ্রহ রয়েছে।২০০৯ সালে তিনি সিঙ্গাপুরের জুরং শিপইয়ার্ডে কম্পিউটার অপারেটর পদে কর্মজীবন শুরুকরেন। বর্তমানে তিনি একই কোম্পানীতে প্রজেক্ট সুপারভাইজার হিসেবে কাজ করছেন।পাশাপাশি বাংলার কণ্ঠে লেখালেখি চালিয়ে যাচ্ছেন।
এককভাবে সহিদুলের দুটি এবং যৌথভাবে বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।দেশ-বিদেশের বেশ কিছু অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় নিয়মিত তার গল্প, কবিতা এবংউপন্যাস প্রকাশিত হয়।

Md. Shahidul Islam

In partnership with Banglar Kantha, step into the world of the migrant workers through a series of poems that illustrate their experiences in life through their eyes.